ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিমি যানজট, ভোগান্তিতে যাত্রীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১২:১৯ পিএম
ছবি : সংগৃহীত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে, যার ফলে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর ৫টার দিকে দাউদকান্দি ব্রিজের ওপর কুমিল্লাগামী লেনে একটি গাড়ি বিকল হওয়ায় এই যানজটের সূত্রপাত হয়, বিষয়টি হাইওয়ে পুলিশ নিশ্চিত করেছে।
দিন বাড়ার সঙ্গে সঙ্গে এই যানজট গজারিয়া অংশে আরও বিস্তৃত হয়, যা ১৩ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। বাসচালকরা জানান, মেঘনা হাস পয়েন্ট থেকে তারা এই যানজটের মুখোমুখি হয়েছেন, তবে এর কারণ সম্পর্কে অবগত নন।
গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, সকালে গোমতী সেতুর ঢালে কুমিল্লামুখী একটি ট্রাক বিকল হওয়ার কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়ক থেকে গাড়ি সরানোর কাজ চলছে এবং ধীরে ধীরে যানবাহন চলাচল স্বাভাবিক হচ্ছে।



