Logo
Logo
×

সারাদেশ

কিশোরগঞ্জে নার্সের ভুল ইনজেকশনে ২ রোগীর মৃত্যু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ০৩:০৩ পিএম

কিশোরগঞ্জে নার্সের ভুল ইনজেকশনে ২ রোগীর মৃত্যু

ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভুল ইনজেকশন পুশ করার অভিযোগে দুই রোগীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডে এই ঘটনা ঘটে। মৃত রোগীরা হলেন মল্লিক (৩২) ও জহিরুল ইসলাম (২২)।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) হার্নিয়া অপারেশনের জন্য মল্লিক ও জহিরুল ইসলাম হাসপাতালে ভর্তি হন। সিনিয়র স্টাফ নার্স নাদিরা ওটিতে না নিয়ে ওয়ার্ডেই তাদের অ্যানেসথেসিয়া পুশ করেন। আধাঘণ্টার মধ্যে তারা জ্ঞান হারিয়ে মৃত্যুবরণ করেন।

ডাক্তারদের ধারণা, ভুল ইনজেকশন পুশ করার কারণেই এই ঘটনা ঘটেছে।

এ ঘটনার পর স্বজনরা হাসপাতালের সামনে বিক্ষোভ ও আহাজারি করেন, যা এলাকার পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলে।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের পরিচালক হেলিস রঞ্জন সরকার জানান, এ ঘটনার পর সিনিয়র স্টাফ নার্স নাদিরাকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনা তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন