গরু চুরি করে ভূরিভোজের আয়োজক সেই বিএনপি নেতা বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১১:৪৩ পিএম
ছবি : সংগৃহীত
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়ন বিএনপির নেতা মাহমুদুল হাসান চৌধুরী মুক্তাকে গরু চুরি করে ভূরিভোজের আয়োজন করায় দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকালে কেন্দ্রীয় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা চিঠি এলাকায় পৌঁছালে বিষয়টি জানা যায়।
মাহমুদুল হাসান মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। গরু চুরি করে ভূরিভোজের আয়োজন করার অভিযোগে শনিবার (১১ জানুয়ারি) রাতে তাঁকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছিল। আর সোমবার (১৩ জানুয়ারি) দলের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ থেকে তাঁকে বহিষ্কারের বিষয়টি জানা যায়।
মাদারগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মঞ্জুর কাদের বাবুল খান বলেন, দলের ভাবমূর্তি ও মর্যাদা ক্ষুণ্নের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে মাহমুদুল হাসানকে দলীয় পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়েছিল। একই সঙ্গে তাঁকে কেন দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সেটি আগামী সাত দিনের মধ্যে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এখন যেহেতু তাঁকে কেন্দ্র থেকেই বহিষ্কার করা হয়েছে, তাই ওই প্রক্রিয়ার আর কোনো প্রয়োজন নেই।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১১ জানুয়ারি) উপজেলা মহিলা দলের সমাবেশ উপলক্ষে বিএনপি নেতা মাহমুদুল হাসানের বাড়িতে ভূরিভোজের আয়োজন করা হয়। ভূরিভোজের জন্য মাহমুদুল হাসান লোকজন দিয়ে শুক্রবার রাতে উপজেলার কৃষক এফাজ মণ্ডলের গোয়ালঘর থেকে একটি গরু চুরি করিয়ে আনেন। ওই গরু জবাই করে শনিবার তাঁর বাড়িতে ভূরিভোজের আয়োজন করা হয়। ভোরের দিকে ওই কৃষক তাঁর গোয়ালঘরে গরু না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। স্থানীয় লোকজনের মধ্যেও গরু চুরির বিষয়টি নিয়ে আলোচনা চলতে থাকে।
স্থানীয় কয়েকজন উপজেলার কয়ড়া বাজারের মাংস ব্যবসায়ী মো. বজলুর কাছে গরুর মাথা ও চামড়া দেখতে পান। পরে ওই মাথা ও চামড়া কৃষক এফাজ মণ্ডলের গরুর বলে শনাক্ত করা হয়।
মাংস ব্যবসায়ী বজলু স্থানীয় লোকজনকে বলেন, বিএনপি নেতা মাহমুদুল হাসান ও যুবদলের কর্মী সুমন মণ্ডল তাঁকে ওই গরুর মাংস কাটতে নিয়ে গিয়েছিলেন। এটি জানতে পেরে স্থানীয় লোকজন ঐক্যবদ্ধ হয়ে ওই নেতার বাড়িতে যান। অপ্রীতিকর ঘটনা এড়াতে লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে যুবদল কর্মী সুমন ও মাংস ব্যবসায়ী বজলুকে আটক করে। এ সময় গরুর চামড়া, মাথা ও কিছু মাংস জব্দ করে পুলিশ।
এ ঘটনায় গরুর মালিক এফাজ মণ্ডল বাদী হয়ে শনিবার (১১ জানুয়ারি) বিকেলে মাদারগঞ্জ থানায় মাহমুদুল হাসানসহ ১২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা সাত থেকে আটজনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় সুমন মণ্ডল ও বজলুকে গ্রেপ্তার দেখানো হয়।