Logo
Logo
×

সারাদেশ

ভারতে পালানোর সময় ভাইসহ ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী সুস্মিতা গ্রেফতার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০৮:১২ পিএম

ভারতে পালানোর সময় ভাইসহ ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী সুস্মিতা গ্রেফতার

ইডেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুস্মিতা পান্ডে। ছবি : সংগৃহীত

ভারতে পালানোর চেষ্টার সময় বেনাপোল ইমিগ্রেশন থেকে ইডেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুস্মিতা পান্ডে এবং তার ভাই ছাত্রলীগ কর্মী সত্যজিত পান্ডেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৩ জানুয়ারি) বিকালে বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাদের গ্রেফতার করা হয়।

বেনাপোল ইমিগ্রেশন ওসি ইমতিয়াজ আহসানুল কাদের ভূঁইয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, তাদেরকে পোর্টথানা পুলিশে সোপর্দ করা হবে। তাদের বিরুদ্ধে ৫ আগস্টের ঘটনার পর মামলা রয়েছে।

সীমান্তের একাধিক সূত্র জানিয়েছে, বর্তমানে অপরাধীরা বৈধ পথে ভারতে পালাচ্ছে। ভারত এসব অপরাধীদের রাজনৈতিক আশ্রয় প্রদান করছে, ফলে তাদের কেউ অনিয়ম করে ভারতে গেলে সেখানকার আইনশৃঙ্খলা বাহিনী ধরছে না। কলকাতার বিভিন্ন স্থানে বাসাভাড়া নিয়ে তারা বিচরণ করছেন। অনেক বাংলাদেশি পাসপোর্টধারী তাদের সেখানে চলাফেরা করতে দেখেছেন।

অভিযোগ রয়েছে, তারা পালানোর ক্ষেত্রে বৈধ পথ ব্যবহার করে ভারতীয় ট্রাক, চেকপোস্ট শূন্য রেখায় রিট্রিট সিরোমনিতে সাধারণ মানুষের সঙ্গে মিশে প্রবেশ করার ঝুঁকি নিচ্ছে।

এর আগে, গত ১৫ ডিসেম্বর ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভা এবং ১৪ ডিসেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিশিতা ইকবাল নদীকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন