Logo
Logo
×

সারাদেশ

খুলনার সাবেক কাউন্সিলরকে কক্সবাজারে গুলি করে হত্যা

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ০২:৪৮ পিএম

খুলনার সাবেক কাউন্সিলরকে কক্সবাজারে গুলি করে হত্যা

নিহত সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু। ছবি : সংগৃহীত

কক্সবাজারে সমুদ্রসৈকতের ঝাউবনে খুলনার সাবেক কাউন্সিলার ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম রব্বানী টিপুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে অপর এক সাবেক কাউন্সিলারকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ৯টার দিকে শহরের হোটেল সি-গালসংলগ্ন সৈকত তীরে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় রাত সাড়ে ১২টায় কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্ট এলাকার গোল্ডেন হিল হোটেলে অভিযান চালিয়ে শেখ হাসান ইফতেখার ওরফে সালুকে (৫৩) আটক করা হয়।

আটক সালু খুলনা সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলার এবং আওয়ামী লীগের ওই ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক।

নিহত গোলাম রব্বানী টিপু (৫৫) খুলনা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং দৌলতপুরের বাসিন্দা মো. গোলাম আকবরের ছেলে। তিনি খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি।

র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে কক্সবাজার শহরে সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সীগালের সামনে রাস্তার ফুটপাতে দুর্বৃত্তরা গোলাম রব্বানীকে মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লে. কর্নেল সাজ্জাদ হোসেন বলেন, সকালে গোল্ডেন হিল হোটেলে সাবেক কাউন্সিলার গোলাম রব্বানী ও শেখ হাসান ইফতেখার টিপুর সঙ্গে রুমি নামের এক নারীসহ হোটেলে উঠেন। সন্ধ্যার পর ওই নারীকে সঙ্গে নিয়ে গোলাম রব্বানী হোটেল থেকে বের হন। পরে রাত ৯টার দিকে সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সীগালের সামনে ফুটপাতে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলি মারা শান।

ঘটনার পর থেকে ওই নারী পলাতক রয়েছে বলে জানান তিনি।

সাজ্জাদ হোসেন জানান, ঘটনাটি অবহিত হওয়ার পরপরই র‌্যাবের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে রাতে হোটেল গোল্ডেন হিলের কক্ষ থেকে খুলনা সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলার শেখ হাসান ইফতেখারকে গ্রেপ্তার করেছে।

তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন