Logo
Logo
×

সারাদেশ

সাজেকের পথে চাদেঁর গাড়ি উল্টে শিক্ষার্থীসহ আহত ৫

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ০৩:৪৩ পিএম

সাজেকের পথে চাদেঁর গাড়ি উল্টে শিক্ষার্থীসহ আহত ৫

সাজেকের পথে চাদেঁর গাড়ি উল্টে শিক্ষার্থীসহ আহত ৫

সাজেকে যাওয়ার পথে চাঁদের গাড়ি দুর্ঘটনায় নোয়াখালী সরকারি মহিলা কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ পাঁচজন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে, সাজেকের সিজক এলাকায়। 

আহতদের মধ্যে তিন শিক্ষার্থীর পরিচয় জানা গেছে। তারা হলেন ছাবিনা (২১), মিনি (২০) এবং মিলি (২১)। 

স্থানীয় সূত্র এবং আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, নোয়াখালী সরকারি মহিলা কলেজের ২১ জন শিক্ষার্থী ও দুইজন শিক্ষক সাজেক ভ্রমণে রওনা দেন। দুটি চাঁদের গাড়িতে যাত্রা করার সময় সিজক ছড়া থেকে সাজেকের পথে একটি গাড়ি ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৯০ ফুট নিচে খাদে পড়ে যায়। এতে তিনজন শিক্ষার্থী গুরুতর আহত হন। 

পরে স্থানীয়রা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। আহতদের দ্রুত খাগড়াছড়ির দীঘিনালা হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় বাকিদের তত্ত্বাবধানে একজন শিক্ষক দায়িত্ব পালন করছেন। 

এদিকে, নোয়াখালী সরকারি মহিলা কলেজের অপর চাঁদের গাড়ি নিরাপদে সাজেকে পৌঁছেছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন