Logo
Logo
×

সারাদেশ

শীত-কুয়াশা-হিমেল হাওয়ায় কাঁপছে সাতক্ষীরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ১০:১১ পিএম

শীত-কুয়াশা-হিমেল হাওয়ায় কাঁপছে সাতক্ষীরা

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় জেলা সাতক্ষীরা শীত, কুয়াশা এবং হিমেল হাওয়ার কারণে কাঁপছে। শুক্রবার (৩ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

উপকূলীয় গাবুরা ইউনিয়নের কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, তীব্র শীতে মানুষ আগুন জ্বালিয়ে উষ্ণতা পাওয়ার চেষ্টা করছে। বাসিন্দারা সরকারিভাবে শীতবস্ত্রের দাবি জানিয়েছেন।

সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, এ বছরে সাতক্ষীরায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে আজ ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে এবং ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, রাজধানীসহ দেশের প্রায় সব এলাকায় আজ শীতের তীব্রতা ছিল। গতকাল থেকে ঘন কুয়াশা পড়ায় শীতের প্রকোপ আরও বেড়েছে। প্রয়োজন ছাড়া মানুষজন বাইরে যাচ্ছে না। তীব্র শীতে জনজীবন স্থবির হয়ে পড়েছে, বিশেষ করে নিম্ন আয়ের মানুষেরা বিপাকে পড়েছেন। কাজের সন্ধানে তাদের বাইরে বের হতে হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন