বইছে শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ০৯:০৯ পিএম
রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ, কুষ্টিয়া এবং রংপুর বিভাগে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। রংপুর বিভাগে মোট আটটি জেলা রয়েছে, যা যুক্ত করে আজ শুক্রবার (৩ জানুয়ারি) মোট ১৩ জেলায় শৈত্যপ্রবাহ চলছে।
৮.১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকলে মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়।
শুধু শৈত্যপ্রবাহ চলা এই জেলাগুলিতে নয়, রাজধানীসহ দেশের অন্যান্য স্থানে ঠান্ডার প্রকোপ বেড়েছে। ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা আরও বেড়েছে, এবং মানুষেরা প্রয়োজন ছাড়া বাইরে যাচ্ছে না। তীব্র শীতের কারণে জনজীবনে স্থবিরতা দেখা দিয়েছে, বিশেষ করে নিম্ন আয়ের মানুষদের জন্য। তারা কাজের সন্ধানে বাইরে যেতে বাধ্য হচ্ছে।
ঘন কুয়াশার কারণে অনেক স্থানে যানবাহন চলাচলে বিপত্তি দেখা দিয়েছে। এছাড়া ঠান্ডাজনিত রোগ বেড়ে গেছে, ফলে হাসপাতাল এবং চিকিৎসাকেন্দ্রগুলোতে রোগীর সংখ্যা বেড়েছে।
রাজধানীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ১৬ ডিগ্রি সেলসিয়াস ছিল। আগামীকাল শনিবারও কুয়াশা থাকতে পারে, তবে আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেছেন, রোদ ওঠার সম্ভাবনাও সামান্য আছে।