Logo
Logo
×

সারাদেশ

শেরপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ১২:৫৪ পিএম

শেরপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

ছবি : সংগৃহীত

শেরপুরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় আরও একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

রবিবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের জুড়াপাম্প এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুড়িগ্রামের রৌমারি থেকে ঢাকাগামী বাসের সঙ্গে যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষ হয়। নিহতদের মধ্যে তিন নারী ও দুইজন পুরুষ।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন