মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ২৮ জন দুষ্কৃতিকারীকে আটক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:৩৫ পিএম
চাঁদপুরের মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনকালে কোস্ট গার্ড ২৮ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে। তাদের সঙ্গে ছিল ২টি ড্রেজার, ২টি বাল্কহেড এবং ৩টি বোট।
শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এই তথ্য জানান।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুরের কালিরচর সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এই অভিযানের সময়, অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় ২টি ড্রেজার, ২টি বাল্কহেড, ২টি স্পিডবোট এবং ১টি দেশীয় নৌকাসহ ২৮ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়।
তিনি আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সব ড্রেজার, বাল্কহেড, বোট এবং দুষ্কৃতিকারীদের বেলতলি নৌ পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।
এ অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।