Logo
Logo
×

সারাদেশ

গরু চুরির অভিযোগে চুন ও বালুমিশ্রিত পানি খাইয়ে যুবককে হত্যা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৪২ এএম

গরু চুরির অভিযোগে চুন ও বালুমিশ্রিত পানি খাইয়ে যুবককে হত্যা

ছবি : সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গরু চুরির অভিযোগে গণপিটুনি দিয়ে চুন ও বালুমিশ্রিত পানি পান করিয়ে হেলাল উদ্দিন (৩৫) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে।

গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের রাধানগর বাজারে এ ঘটনা ঘটে। 

হেলালের বাড়ি উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের ঘোষগ্রাম-দাতারী গ্রামে। গরু চুরির অভিযোগে হেলালের সঙ্গে বোরহান উদ্দিন (১৬) নামে আরেক কিশোরকেও আটক করে গণপিটুনি দেওয়া হয়। বোরহান গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে মধ্যজাফলং চা বাগানে গরু চুরির অভিযোগে ইসলামপুর গাংপাড় গ্রামের মোশাররফ হোসেন, আমির উদ্দিন, সালাম ও তাদের সহযোগীরা হেলাল ও বোরহানকে ধরে নিয়ে যান। পরে হেলালকে একটি গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করেন এবং চুন ও বালুমিশ্রিত প্রায় এক লিটার পানি পান করান। একপর্যায় হেলাল অজ্ঞান হয়ে পড়লে তাকে মধ্যজাফলং ইউনিয়ন অফিসে নিয়ে যাওয়া হয়। রাতভর সেখানে রেখে হেলালকে মারধর করা হয়। 

খবর পেয়ে বুধবার (২৫ ডিসেম্বর) ভোরে হেলালের স্বজনরা মধ্যজাফলং ইউনিয়ন অফিস থেকে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে হেলায় রাস্তায় অনেকবার বমি করেন এবং তার শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয় বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার তোফায়েল আহমেদ বলেন, ‘অতিরিক্ত মারধর এবং চুন-বালুমিশ্রিত পানি খাওয়ানোর কারণে হেলালের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।’ 

পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে থানা-পুলিশ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন