Logo
Logo
×

সারাদেশ

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প

আগুনে পুড়ল ৪ শতাধিক ঘর, দুই শিশুর মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ০৪:৪২ পিএম

আগুনে পুড়ল ৪ শতাধিক ঘর, দুই শিশুর মৃত্যু

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার শতাধিক ঘর পুড়ে গেছে এবং ঘটনাস্থল থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উখিয়ার ১নং ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন জানান, আগুনে প্রায় চার শতাধিক বসতঘর পুড়ে গেছে এবং দুটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ তানহারুলও একই তথ্য প্রদান করেন। স্থানীয়দের ধারণা, বিদ্যুতের শর্টসার্কিট অথবা রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন