কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:৪৪ পিএম
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উখিয়ার ১নং রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস তৎপর রয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়া আরও ত্বরান্বিত হয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো জানা যায়নি। পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে।
এনজিও কর্মী কামাল জানান, তারা অফিসে কাজ করার সময় হঠাৎ চিৎকার শুনতে পান। বের হয়ে দেখেন, আগুন লেগেছে এবং পলিথিনের তৈরি ঘর হওয়ায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়েছে। আগুন দেখে রোহিঙ্গারা আতঙ্কিত হয়ে এদিক-সেদিক ছোটাছুটি করছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনতে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ করছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।