Logo
Logo
×

সারাদেশ

বোদায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষের ভিড়

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:২৫ এএম

বোদায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষের ভিড়

ছবি : সংগৃহীত

পঞ্চগড়ের বোদা উপজেলায় অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা, যা দেখতে হাজারো মানুষের ভিড় জমেছিল। সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে বোদা পৌর শহরের ওয়াই মোড় সংলগ্ন মাঠে জমাদারপাড়া, সিপাইপাড়া, জমিদারপাড়া ও প্রামাণিকপাড়া যুবসমাজের আয়োজনে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিএনপির নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক মো. আব্দুস সামাদ তারা, পৌর বিএনপির সদস্য সচিব মো. দিলরেজা ফেরদৌস চিন্ময়, আলহাজ্ব মো. নুরনবী মজুমদার, মো. এমরান আল আমিন, মো. গোলাম রব্বানী রয়েল প্রমুখ।

ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে দূর-দূরান্ত থেকে সব বয়সের হাজার হাজার মানুষ এসেছিলেন। এলাকাজুড়ে আনন্দ ও উৎসবে মেতে উঠেছিল সবাই। প্রতিযোগিতাকে ঘিরে মাঠে বসেছিল গ্রামীণ মেলা, যেখানে নাগরদোলা ও বিভিন্ন পণ্যের দোকান ছিল।

সরাসরি গিয়ে দেখা যায়, খেলা শুরু হলে দর্শকদের উচ্ছ্বাস আর করতালিতে ভরে ওঠে চারপাশ। শিশু, যুবক ও বৃদ্ধসহ নারীরাও এই খেলা উপভোগ করেন। এটি যেনো চিরায়ত বাঙালির চিরচেনা মিলনমেলা।

ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে আসা তৃতীয় শ্রেণির রিয়াম জানান, বাবার সাথে এসেছি। আমি প্রথম ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখলাম। এর আগে কখনও ঘোড়দৌড় দেখিনি। ঘোড়দৌড় দেখতে আমাদের অনেক ভালো লেগেছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা চারটি গ্রুপে ২২টি ঘোড়া এই প্রতিযোগিতায় অংশ নেয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন