কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে লাঞ্ছনা, করা হলো এলাকাছাড়া
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩১ পিএম
কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে লাঞ্ছনা, করা হলো এলাকাছাড়া
কুমিল্লার চৌদ্দগ্রামে একজন বীর মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। গতকাল রোববার দুপুরে চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। পরে রাতে এই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধার নাম আবদুল হাই ওরফে কানু (৭৮)। তিনি লুদিয়ারা গ্রামের বাসিন্দা এবং কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক সহসভাপতি। তাঁর পরিবারের অভিযোগ, লাঞ্ছিতকারীরা স্থানীয় জামায়াত-শিবিরের নেতা-কর্মী এবং তাঁকে এলাকা ছাড়ার হুমকি দিয়েছে।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাহফুজুর রহমান জানান, একজন বীর মুক্তিযোদ্ধাকে এভাবে লাঞ্ছিত করার ঘটনা মেনে নেওয়া যায় না এবং জামায়াত-শিবিরের কোনো নেতা-কর্মী জড়িত থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, আবদুল হাই আওয়ামী লীগের রাজনীতি করলেও চৌদ্দগ্রামের সাবেক সংসদ সদস্য ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের পক্ষে রাজনীতি না করার কারণে নির্যাতনের শিকার হন এবং প্রায় আট বছর এলাকাছাড়া ছিলেন। সম্প্রতি তিনি বাড়িতে ফিরে আসেন এবং গতকাল দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর তাঁকে আটক করে কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা হয় এবং এই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়।
ভিডিওতে দেখা যায়, দুজন ব্যক্তি আবদুল হাইকে টানাহেঁচড়া করছেন এবং তিনি বারবার ছেড়ে দেওয়ার আকুতি জানাচ্ছেন। বর্তমানে তিনি ফেনীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তিনি বলেন, মানুষের স্বাধীনতার জন্য দেশ স্বাধীন করেছি, কিন্তু স্বাধীনতার সুফল পাইনি। এভাবে জুতার মালা পরার জন্য দেশ স্বাধীন করিনি।