Logo
Logo
×

সারাদেশ

কুমিল্লায় বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ৩

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:১৪ এএম

কুমিল্লায় বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ৩

প্রতীকী ছবি

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। রবিবার (২৩ ডিসেম্বর) মধ্যরাতে কুমিল্লার আদর্শ সদর উপজেলার বুড়িচং সড়কের পালপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন-সদর উপজেলার আড়াইওরা এলাকার কাউসার খলিলের ছেলে আহাদ হোসেন, ভুবনগড় এলাকার মনির হোসেনের ছেলে মো. মিনহাজুল ও বুড়িচং উপজেলার শিকারপুর গ্রামের জাকির হোসেনের ছেলে মোহাম্মদ ইমন। 

নিহত আহাদের মামা পাপন জানান, আড়াইওরা মধ্যমপাড়া এলাকায় এক মামার বিয়ের অনুষ্ঠান থেকে ভিডিওগ্রাফার মিনহাজুলকে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিল আহাদ ও ইমন। যাওয়ার পথেই এই দুর্ঘটনা ঘটে। এতে তিনজনই মারা যায়।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, রবিবার দিনগত রাত দেড়টার দিকে সদর উপজেলার পালপাড়া এলাকায় বুড়িচং সড়কে দুর্ঘটনাটি ঘটে। একটি দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন