লক্ষ্মীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ১১:১২ পিএম
ছবি : সংগৃহীত
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে কলেজ শিক্ষার্থী সাদ আল আফনান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতা মো. স্বপন এবং অমিত হাসান রিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদেরকে রবিবার (২২ ডিসেম্বর) ভোরে সমসেরাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. স্বপন লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক এবং নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য। অপরদিকে, অমিত হাসান রিপন সাবেক পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়ার ব্যক্তিগত সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল মোন্নাফ জানান, ৪ আগস্টের হামলা ও সাদ আল আফনান হত্যাকাণ্ডে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এজাহারে স্বপনকে আসামি করা হয়েছিল। বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
৪ আগস্ট, লক্ষ্মীপুর শহরের তমিজ মার্কেট এলাকায় ছাত্র-জনতা ও পুলিশের ওপর হামলা চালায় আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা। এই হামলায় গুলিবিদ্ধ হয়ে সাদ আল আফনান, ওসমান গনি, সাব্বির হোসেনসহ চার শিক্ষার্থী নিহত হন এবং আহত হন দুই শতাধিক মানুষ। এই হামলার ঘটনায় একাধিক মামলা দায়ের করা হয়, যার মধ্যে সাদ আল আফনান হত্যাকাণ্ডের মামলা অন্যতম। এই মামলায় আওয়ামী লীগসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়।
এই ঘটনা লক্ষ্মীপুরে গত বছরের আগস্টের অন্যতম আলোচিত ঘটনা, যা নিয়ে এখনো নানা আলোচনা চলছে।