Logo
Logo
×

সারাদেশ

পদ্মায় দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ১২:১৬ পিএম

পদ্মায় দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ

সংঘর্ষের ঘটনায় ক্ষতিগ্রস্ত কীর্তনখোলা-১০ লঞ্চ। ছবি: সংগৃহীত

পদ্মা নদীর চাঁদপুরের হরিনায় কীর্তনখোলা-১০ এবং প্রিন্স আওলাদ-১০ লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় লঞ্চের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো যাত্রী হতাহত হয়নি বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

রবিবার (২২ ডিসেম্বর) ভোরে এ তথ্য নিশ্চিত করেন বরিশাল নদী বন্দর কর্মকর্তা আবদুর রাজ্জাক।

জানা গেছে, শনিবার বরিশাল থেকে যাত্রী বোঝাই করে কীর্তনখোলা-১০ ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। অপরদিকে, ঢাকা থেকে প্রিন্স আওলাদ-১০ নামের একটি লঞ্চ বরিশালের নদীপথে রওনা হয়। পথে পদ্মানদীর চাঁদপুরের হরিনা এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয় লঞ্চ দুটির। ঘন কুয়াশায় দুর্ঘটনার প্রাথমিক কারণ জানিয়ে কোনো যাত্রী হতাহত হয়নি বলে দাবি পোর্ট কর্মকর্তাদের।

বরিশাল নদী বন্দর কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, ‘রাতেই কীর্তনখোলা ১০ লঞ্চ ঢাকার পথে ছেড়ে যায়৷ তবে, লঞ্চ প্রিন্স আওলাদ বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় শুভরাজ নামে আরেকটি লঞ্চ যাত্রীদের উদ্ধার করে রবিবার সকালে বরিশালের উদ্দেশ্যে রওনা হয়।’

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন