Logo
Logo
×

সারাদেশ

শেরপুর বেড়াতে এসে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ১১:৫৯ পিএম

শেরপুর বেড়াতে এসে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

ছবি: সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ীতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে নালিতাবাড়ির ভোগাই নদীর লক্ষীডোবা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন এইচএসসি পরীক্ষার্থী মিহান (১৯) এবং সপ্তম শ্রেণির শিক্ষার্থী সাজিত (১৩)।

জানা যায়, সাজিত ময়মনসিংহের হালুয়াঘাটের স্কুল শিক্ষক আহাম্মদ আলীর ছেলে এবং মিহান ময়মনসিংহ সদরের উপসহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা হুমায়ন কবীরের ছেলে। পারিবারিকভাবে তারা ১৮ জন নালিতাবাড়ীর পর্যটন এলাকা পানিহাতায় ভ্রমণে আসেন।

দুপুরে তারা ভোগাই নদীর লক্ষীডোবায় গোসল করতে নামলে সাজিত চোরাবালিতে ডুবে যায়। মিহান তাকে বাঁচাতে গেলে, দুজনেই তলিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে জামালপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল চারটার দিকে তাদের মরদেহ উদ্ধার করে।

স্বজনেরা জানান, একটি বিয়ে উপলক্ষে তারা হালুয়াঘাটে এসেছিলেন। শুক্রবার বিয়ের অনুষ্ঠান শেষে শনিবার নারী ও শিশুসহ ১৮ জন পানিহাতা পাহাড়ে বেড়াতে আসেন।

জামালপুরের ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান মো. সিদ্দিকুর রহমান জানান, দ্রুত সময়ে তারা নালিতাবাড়ী সীমান্তে পৌঁছে তল্লাশি চালিয়ে দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করেন। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন