রাজশাহীতে বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:০২ পিএম
রাজশাহীতে একটি বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে পুঠিয়া উপজেলার শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে স্বামী-স্ত্রীও রয়েছেন।
নিহতরা হলেন আবু হানিফ (২৫), তার স্ত্রী ফাতেমা খাতুন (২০) এবং ফাতেমার বোন যুথি খাতুন (১৪)। হানিফ ও যুথি ঘটনাস্থলেই মারা যান।
পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, বিকেলে আবু হানিফ তার শালি ও স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে নাটরের দিকে যাচ্ছিলেন। শিবপুরের কাছে পৌঁছালে একটি বাস তাদের ধাক্কা দেয়, ফলে ঘটনাস্থলেই হানিফ ও তার শালি যুথির মৃত্যু হয়। আহত ফাতেমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে, সেখানেই তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে এবং আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।