Logo
Logo
×

সারাদেশ

টঙ্গীতে ব্রিজ ভেঙে তুরাগ নদীতে ট্রাক

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ১২:২৭ পিএম

টঙ্গীতে ব্রিজ ভেঙে তুরাগ নদীতে ট্রাক

শনিবার ভোরে টঙ্গীর বেইলি ব্রিজ ভেঙে ট্রাক তুরাগ নদীতে পড়ে যায়। প্রবা ফটো

গাজীপুরের টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে একটি ট্রাক তুরাগ নদীতে পড়েছে। শনিবার (২১ ডিসেম্বর) ভোর ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহমুখী টঙ্গী বাজার এলাকায় তুরাগ ন‌দে এ ঘটনা ঘ‌টে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়‌নি। 

এদিকে ওই লেনে চলাচলকারীদের বিকল্প পথে চলাচলের অনুরোধ করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

গাজীপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. ইব্রাহিম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই আবদুল্লাহপুর-টঙ্গী (তুরাগ নদীর উপর) বেইলি ব্রিজটি নরবরে ছিল। আজ ভোরে পাথর বুঝাই ওভারলোডেড ড্রাম ট্রাকের কারণে ভেঙে গেছে। ড্রাম ট্রাকটি এখনও তুরাগ নদে পড়ে রয়েছে। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ও মিডিয়া বিভাগ জানায়, ভোরে টঙ্গীস্থ বেইলি ব্রিজটি ভেঙে গেছে। আপনাদের কামারপাড়া মুন্নুগেইট দিয়ে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হলো।

উপ পুলিশ কমিশনার মো. ইব্রাহিম খান জানান, ঘটনার পর বিকল্প উপায়ে যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে। পড়ে যাওয়া ট্রাকটি উদ্ধারের কাজ চলছে।

এ বিষয়ে গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার মোহাম্মদ শরিফুল আলম বলেন, ব্রিজটি ঝুটিপূর্ণ ছিল। এ কারণে ব্রিজটি দিয়ে যান চলাচল বন্ধ রাখার জন্য পুলিশকে অনুরোধ করা হয়েছিল। আমরাও বাঁশ দিয়ে আটকে দিয়েছিলাম। তারপরেও নিষেধ অমান্য করে ভারী যানবাহন চলায় এ দুর্ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, আমরা ব্রিজ তোলার চেষ্টা করব। পাশে একটি বেইলি ব্রিজ আছে, পড়ে যাওয়া ব্রিজটি তোলার জন্য ফ্লাইওভারের নীচে ক্রেন বসানো যাবে কি না সব কিছু দেখে উর্ধ্বতন কর্তৃপক্ষেল আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন