Logo
Logo
×

সারাদেশ

বগুড়া-৬ আসনের সাবেক এমপি রাগিবুল গ্রেফতার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ১২:২১ পিএম

বগুড়া-৬ আসনের সাবেক এমপি রাগিবুল গ্রেফতার

বগুড়া-৬ আসনের সাবেক এমপি রাগিবুল আহসান রিপুকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার (১৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব জানায়, রিপুর বিরুদ্ধে বগুড়া জেলার বিভিন্ন থানায় হত্যা মামলাসহ ১৩টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনী তাকে ধরতে তৎপর ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‍্যাব-১৪ এর একটি দল তাকে গ্রেফতার করে।

উল্লেখ্য, ২০২৪ সালের নির্বাচনে বগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী হয় রাগেবুল আহসান রিপু। এর আগে ২০২৩ সালের উপ-নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি ২০১৯ সাল থেকে বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন