কক্সবাজারে ডাম্প ট্রাক ও অটোরিকশা সংঘর্ষে নিহত ৫
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ১১:১১ এএম
ছবি : সংগৃহীত
কক্সবাজারের পেকুয়ায় ডাম্পার গাড়ির (মিনি ট্রাক) ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সোয়া ৮টার দিকে এবিসি আঞ্চলিক মহাসড়কের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের হাজীপাড়া গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— পেকুয়ার টৈটং ইউনিয়নের ধনিয়াকাটা এলাকার মৃত সৈয়দুল আলমের ছেলে মনিরুল মন্নান (২২), চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মধ্য মার্দাশা এলাকার মুন্সি মিয়ার ছেলে মো. ফিরোজ (৪৯), পেকুয়ার উজানটিয়া ইউনিয়নের নতুন ঘোনা এলাকার বজল আহমদের ছেলে মো. আব্দুর রহমান (৩৫), কুমিল্লা লাকসাম উপজেলার ফকির বাড়ি এলাকার শহীদ মিয়ার স্ত্রী শাহীন আক্তার (২৯) ও তার ছয় মাস বয়সী এক শিশু সন্তান। আহত ব্যক্তির নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পেকুয়া থানার পরিদর্শক (তদন্ত) দুর্জয় বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে দুর্জয় বিশ্বাস বলেন, সকালে পেকুয়া সদর ইউনিয়নের হাজীপাড়া গ্যারেজ এলাকায় পেকুয়া উপজেলা সদরমুখি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পার গাড়ি ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে চারজন নিহত হন। এসময় শিশুসহ দুইজন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে।