পুলিশ বীর মুক্তিযোদ্ধারা আমাদের হিরো : কুড়িগ্রাম পুলিশ সুপার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৩০ পিএম
ছবি : সংগৃহীত
কুড়িগ্রাম জেলা পুলিশের উদ্যেগে কুড়িগ্রামে বসবাসরত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে পুলিশ লাইন্স কুড়িগ্রামের মাল্টিপারপাস ড্রিলশেডে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম রাঙা।
অনুষ্ঠানের শুরুতেই পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের ফুলদিয়ে বরণ করে নেন। পুলিশ সুপার বলেন পুলিশ বীর মুক্তিযোদ্ধারা আমাদের হিরো। কুড়িগ্রাম জেলা পুলিশ সর্বদা পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের পাশে ছিলো এবং থাকবে।
উল্লেখ্য কুড়িগ্রাম জেলায় অবস্থানরত পুলিশ বীর মুক্তিযোদ্ধা, মৃত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্য সহ ৭৫ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।