Logo
Logo
×

সারাদেশ

ঢাকায় এখনও স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ০২:১১ পিএম

ঢাকায় এখনও স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ

ঢাকায় এখনও স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ

বাজারে সংকটের কারণে ঢাকায় বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ এখনও স্বাভাবিক হয়নি। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। ব্যবসায়ীরা জানান, ডিলারদের কাছ থেকে যথাসময়ে তেল সরবরাহ না পাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

৯ ডিসেম্বর সরকার সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা বাড়ানোর প্রায় এক সপ্তাহ পরও ঢাকার বাজারে স্বাভাবিক হয়নি পণ্যটির সরবরাহ।

বিশ্ববাজারে সয়াবিন ও পাম তেলের মূল্যবৃদ্ধির প্রতিক্রিয়ায় পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো দাম বাড়িয়ে দেওয়ার বৃদ্ধির পর প্রায় এক মাস ধরে চলছে সয়াবিন তেলের এই সংকট।

গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) রাজধানীর কল্যাণপুর, কারওয়ানাবাজার, হাতিরপুল এলাকা ঘুরে চলমান ঘাটতির এ তথ্য পাওয়া গেছে। 

বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে ভোজ্য তেল পরিশোধনকারী কোম্পানিগুলো সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা বাড়িয়ে ১৭৫ টাকা লিটার করে, যা আগে ছিল ১৬৭ টাকা। আর খোলা সয়াবিন তেলের দাম ১৫৭ টাকা করা হয়, যা আগে ছিল ১৪৯ টাকা।

ভোজ্য তেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, 'আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম ২০ শতাংশ বেড়েছে। এর ফলে স্থানীয় ছোট ছোট ব্যবসায়ীরা মজুতদারি করেছেন। অনেকে ধারণা করেছিলেন, সামনে দাম বাড়বে। সেই পরিপ্রেক্ষিতে এই মজুতদারি হয়েছে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় বাস্তবধর্মী বিশ্লেষণ করে নতুন এই দাম নির্ধারণ করা হলো।'

বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, 'বাজারে ভোজ্য তেলের সরবরাহের ঘাটতি আছে। নতুন দাম আজকে থেকেই কার্যকর হবে।'

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন