Logo
Logo
×

সারাদেশ

রেলস্টেশনের স্ক্রিনে ভেসে উঠল ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে

Icon

খুলনা প্রতিনিধি

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ১২:২৭ পিএম

রেলস্টেশনের স্ক্রিনে ভেসে উঠল ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে

ছবি : সংগৃহীত

খুলনা রেলওয়ে স্টেশনের ডিজিটাল স্ক্রিনে ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আবার আসবে- এমন একটি লেখা প্রকাশিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ করেছে স্থানীয় ছাত্র-জনতা। শনিবার (১৪ ডিসেম্বর) রাতে খুলনা রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা রেলওয়ে স্টেশনের ডিজিটাল স্ক্রিনে ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আবার আসবে- এমন একটি লেখা প্রকাশ করা হয়। এটি দেখার পর স্থানীয় ছাত্র-জনতা খুলনা রেলস্টেশনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ ঘটনায় জড়িত সন্দেহ আসলাম হোসেন সেন্টু নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

খুলনা রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম খান বলেন, রেলস্টেশনের ডিজিটাল স্ক্রিনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি বাজে বার্তা ভাসছিল। খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ তাৎক্ষণিক সেটি বন্ধ করে দেয়। আসলাম হোসেন সেন্টু নামের একজন এটি কন্ট্রোল করতেন। স্থানীয় জনতা ও রেলস্টেশন কর্তৃপক্ষ তাকে আটকে রাখে। পরবর্তীতে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন