Logo
Logo
×

সারাদেশ

পুলিশের মাথা ফাটানোর ঘটনায় তাহেরীর বিরুদ্ধে মামলা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ১২:৪৭ এএম

পুলিশের মাথা ফাটানোর ঘটনায় তাহেরীর বিরুদ্ধে মামলা

গিয়াস উদ্দিন আত্ তাহেরী

ব্রাহ্মণবাড়িয়ার পরিচিত ইসলামী বক্তা ও দাওয়াতি ঈমানী বাংলাদেশের চেয়ারম্যান মুফতি গিয়াস উদ্দিন আত্ তাহেরীর উসকানিতে আখাউড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় তাহেরীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে আখাউড়া উপজেলার নিলাখাদ গ্রামের ধনু মিয়ার বাড়ির সামনে জমিতে ওয়াজ মাহফিলের সময় এ ঘটনা ঘটে। 

এরপর আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. বাবুল মিয়া বাদী হয়ে গিয়াস উদ্দিন আত্ তাহেরীকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখসহ আরো ১০-১৫ জন অজ্ঞাত আসামি করে আখাউড়া থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার নিলাখাদ গ্রামের সোনা মিয়ার ছেলে হানিফ মিয়া (৬০), মোগড়ার গোলাম মোস্তফার ছেলে গোলাম সামদানী শিবলী (৫০) ও একই এলাকার জহির মিয়ার ছেলে রিমন (২১)। ভিডিও চিত্র ও তথ্য সংগ্রহের ভিত্তিতে শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করেন। 

শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

পুলিশের দায়ের করা মামলায় অভিযোগ করাহয়, শুক্রবার বিকেলে নিলাখাদ গ্রামের ধনু মিয়ার বাড়ির সামনের জমিতে ওয়াজ মাহফিল চলছিল। এ সময় বিনা অনুমতিতে ও বিনা নোটিসে চলতে থাকা এ মাহফিলে বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত্ তাহেরী স্টেজে বসে উসকানিমূলক বক্তব্য দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পাঁয়তারা করছিলেন। খবর পেয়ে মোগড়া ইউনিয়নের দায়িত্বরত পুলিশের বিট অফিসার এসআই আবির আহমেদ ও এসআই মো. বাবুল মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে বেলা পৌনে ৪টার দিকে সেখানে যায়। পুলিশ দেখা মাত্র গিয়াস উদ্দিন আত তাহেরী পুলিশকে উদ্দেশ্য করে উপস্থিত জনতার উদ্দেশে উসকানিমূলক বক্তব্য দেন।

এ সময় তিনি বলতে থাকেন, আমার সকল মাহফিলে পুলিশ বাধা দেয়। এই যে এখন আবার পুলিশ এসেছে, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা সুন্নি জনতা কাউকে আর ছাড় দেব না। 

এরপরই লাঠিসোটা ও ইট পাটকেল নিয়ে পুলিশের ওপর আক্রমণ করা হয়। এতে এসআই বাবুল মিয়া মাথায় আঘাতপ্রাপ্ত হয়। পরে তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছমিউদ্দিন জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে বক্তব্য নেয়ার জন্য মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরীর ব্যক্তিগত মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে ফোনে পাওয়া যায়নি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন