Logo
Logo
×

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় তাহেরীর মাহফিল থেকে পুলিশের ওপর হামলা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ১১:১০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় তাহেরীর মাহফিল থেকে পুলিশের ওপর হামলা

ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ইসলামি বক্তা গিয়াস উদ্দিন তাহেরীর মাহফিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় বাবুল মিয়া নামের এক উপপরিদর্শকের (এসআই) মাথা ফেটে গেছে। তিনি আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

আহত বাবুল মিয়া জানান, শুক্রবার বেলা তিন থেকে সাড়ে তিনটার দিকে উপজেলার নিলাখাদ এলাকায় একটি ওয়াজ মাহফিল চলছিল। মাহফিলে বয়ান করছিলেন ইসলামি বক্তা গিয়াস উদ্দিন তাহেরী। মাহফিল তাড়াতাড়ি শেষ করার কথা বলে তিনিসহ পুলিশ সদস্যরা চলে আসেন। ফেরার পথে মাহফিলের এক ভক্ত তাদের ওপর হামলা করেন। এতে তার মাথায় তিনটি সেলাই লেগেছে ও বাঁ হাতের একটি আঙুল ভেঙেছে। মাহফিলে পুলিশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেয়া হয় বলেও তিনি অভিযোগ করেন।

তবে গিয়াস উদ্দিন তাহেরী উসকানিমূলক বক্তব্য দেয়ার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, মাহফিলের মঞ্চে পুলিশ এসে মাহফিল শেষ করতে বললে তিনি সাত মিনিট পর মাহফিল শেষ করে দেন। মঞ্চে বা মাহফিলস্থলে কোনো সমস্যা হয়নি। বাইরে পুলিশের ওপর হামলা হয়েছে কি না, তার জানা নেই। পুলিশ ও প্রশাসনকে মাহফিলের বিষয়ে বলা হয়েছিল বলে আয়োজকেরা জানিয়েছেন।

আখাউড়া থানার ওসি ছমিউদ্দিন জানান, মাহফিলের অনুমতি না থাকার কথা বলে পুলিশ চলে আসে। এরই মধ্যে মাহফিল শেষ করা হয়। পরে একজন কিশোরের ঢিলে পুলিশ আঘাতপ্রাপ্ত হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন