Logo
Logo
×

সারাদেশ

পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ১০:২১ এএম

পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক

পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক। ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌ-রুটে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় ফেরি চলাচল আবারও চালু হয়।

এর আগে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত ২টা থেকে এই রুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছিল বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এতে দুর্ভোগে পড়েছিলেন যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ীরা।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাতে কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। মধ্য রাতে কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না।

পরে রাত ২টার দিকে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এতে মাঝ নদীতে আটকে ছিল ছোট-বড় ৪টি ফেরি।

তবে শুক্রবার ৯ টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় আবারও ফেরি চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন