লক্ষ্মীপুরে ফিলিং স্টেশনে গ্যাস রিফিলের সময় বাসের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ২
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ০৪:১১ পিএম
লক্ষ্মীপুরে ফিলিং স্টেশনে গ্যাস রিফিলের সময় বাসের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ২
লক্ষ্মীপুরে গ্রীণ লীফ ফিলিং স্টেশনের গ্যাস রিফিলের সময় বাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় চালক মো. রুবেল ও যাত্রী আবুল কালাম নিহত হয়েছেন। বুধবার (১১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সদর মডেল পুলিশ সুপার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৪ অক্টোবর একই ফিলিং স্টেশনে অন্য একটি বাসের সিলিন্ডারে গ্যাস রিফিলের সময় বিস্ফোরণ ঘটে ৩ জন নিহত হয়। ওইদিন আরও ৯ জন আহত হন।
এদিকে বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক (ডিসি) রাজীব কুমার সরকার ও জেলা পুলিশ সুপার (এসপি) আকতার হোসেন। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন ও ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন ডিসি।
জানা গেছে, ভোরে লক্ষ্মীপুর পৌর শহরের মুক্তিগঞ্জ এলাকায় গ্রীন লাইফ ফিলিং স্টেশনে গ্যাস রিফিলের সময় বাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে রুবেল গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। এছাড়া বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলেই মাথার খুলি উড়ে গিয়ে আবুল কালাম নামে এক রঙ মিস্ত্রি মারা যায়।
একই ঘটনায় নোয়াখালীর কবির হাট এলাকার বাসিন্দা আবুল হোসেন ও লক্ষ্মীপুর পৌর শহরের সাহাপুর এলাকার নাঈম আহত হয়। আহতদেরকে নোয়াখালী হাসপাতালে পাঠায় লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।