Logo
Logo
×

সারাদেশ

ঘন কুয়াশা চাদরে ঢাকা কুড়িগ্রাম

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ১২:৪৮ পিএম

ঘন কুয়াশা চাদরে ঢাকা কুড়িগ্রাম

উত্তরের জেলা কুড়িগ্রামে ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে চারপাশ। ছবি : সংগৃহীত

উত্তরের জেলা কুড়িগ্রামে ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে চারপাশ। চার দিন ধরে সন্ধ্যা থেকে শুরু করেছে কুয়াশা পড়া। রাতভর বৃষ্টির মতো টপ টপ করে শিশির পড়ছে।

কুয়াশার কারণে দিনের বেলায় সড়কে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করছে যানবাহন। ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক কাজকর্ম। বিশেষ করে শীতে বিপাকে পড়েছে নদীর তীরবর্তী ও চরবাসী। এছাড়া চরম বিপাকে পড়েছে খেটে-খাওয়া ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ।

ঘন কুয়াশার সঙ্গে যোগ হয়েছে হিমেল বাতাস। খেটে খাওয়া মানুষ সময় মতো কাজে যেতে পারছে না।

হাসপাতালেও বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা।

আবহাওয়া অফিসের তথ্যে মতে, রবিবার (৮ ডিসেম্বর) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস।

নাগেশ্বরীর কেদার ইউনিয়নের দিনমজুর রফিকুল ইসলাম জানান, ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশায় মাঠে কাজ করা খুব কঠিন হয়েছে। কাজ করার সময় হাত-পা ঠান্ডায় জমে আসে।

অটোরিকশা চালক আশরাফুল হোসেন জানান, কুয়াশার কারণে দিনের বেলায়ও হেড লাইট জ্বালিয়ে খুব ধীর গতিতে অটো চালাতে হচ্ছে। সামান্য দূরের জিনিসও দেখা যায় না।

কুড়িগ্রাম আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, এ মাসে তাপমাত্রা কমে ২-৩টি শৈত্যপ্রবাহ এ জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন