Logo
Logo
×

সারাদেশ

লালমনিরহাট কুটিপাড় সীমান্তে বাংলাদেশি যুবককে বিএসএফের গুলি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৭:১৮ পিএম

লালমনিরহাট কুটিপাড় সীমান্তে বাংলাদেশি যুবককে বিএসএফের গুলি

ছবি: সংগৃহীত

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার কুটিপাড় সীমান্তে বিএসএফের গুলিতে হেলালুজ্জামান হেলাল উদ্দিন নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) মধ্যরাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কুটিরপাড় সীমান্তের ভারতীয় এলাকায় ৯২৫/২ নম্বর পিলার কাছে এ ঘটনা ঘটেছে। আহত হেলালুজ্জামান দুর্গাপুর ইউনিয়নের কুটিরপাড় গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে।  

দুর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুর রাজ্জাক বলেন, মাঝে মধ্যে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে যায় হেলালুজ্জামান।  হঠাৎ উত্তর জনপদের জেলা লালমনিরহাটে শীত জেকে বসেছে। গত শুক্রবার বাড়ী ফেলার পথে বিএসএফের মদনকুড়া ক্যাম্পের সদস্যরা রাবার বুলেট ছুড়লে আহত হন হেলালুজ্জামান। পরে তাকে বিএসএফ সদস্যরা ভারতের দিনহাটা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে হেলালুজ্জামান চিকিৎসাধীন রয়েছেন বলে স্থানীয় সূত্রে নিশ্চিত জানা গেছে। 

তবে স্থানীয় একটি সূত্র দাবি করেছে, শুক্রবার রাতে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করে ভারতীয়দের সহায়তায় গরু আনতে যান হেলালুজ্জামান-সহ কয়েকজন রাখাল। গরু নিয়ে ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে বিএসএফের হাতে আটক হন হেলাল উদ্দিন। বাকি পচারকারী প্রায় ৭০ গরু মহিষ নিয়ে দেশে ফেরেন বলেও দাবি করেন সীমান্ত বাহিনী

এই ব্যাপারে আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবার বলেন, ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে এক যুবক আহত হয়েছেন। 

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) ১৫ ব্যাটালিয়ন লালমনিহাটের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ মো.শাকিল আলম বলেন, সীমান্তে গুলির বিষয়ে বিএসএফকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। একইসঙ্গে আহত ব্যক্তিকে ফেরত দিতে বলা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন