Logo
Logo
×

সারাদেশ

রায়পুরায় আধিপত্য বিস্তারে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ১২:৩০ পিএম

রায়পুরায় আধিপত্য বিস্তারে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২

প্রতীকী ছবি

নরসিংদীতে রায়পুরায় আধিপত্য বিস্তারের জেরে দুপক্ষের সংঘর্ষে ইউনিয়ন পরিষদ সদস্য মানিক মিয়া ও সাবেক নারী ইউপি সদস্য কল্পনা বেগম নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (৭ ডিসেম্বর) সকালে রায়পুরা উপজেলার মেথিকান্দা এলাকায় এই সংঘর্ষ ঘটে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও রায়পুরা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন অর রশিদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় রুবেলের চাচা মানিক মিয়া চান্দেরকান্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার বশির উদ্দিনের বাড়িতে আশ্রয় নেন। এ সময় হারুন অর রশিদের সমর্থকরা তাকে বশির উদ্দিনের উঠানে কুপিয়ে হত্যা করে। নিহত মানিক মিয়া চান্দেরকান্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য।

তারা আরও জানান, এ ঘটনার পর উভয়পক্ষের মধ্যে চান্দেরকান্দির মেথিকান্দায় সংঘর্ষ হয় এবং সেখানে সাবেক ইউপি সদস্য কল্পনা বেগম নিহত হন।

এ ঘটনায় আরও ১০ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশেপাশের অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আব্দুল জব্বার বলেন, ‘বংশগত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুইজন নিহত ও অন্তত ১০ জন আহত হওয়ার খবর পেয়েছি। তবে এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি।’

তিনি আরও বলেন, ‘আমরা সেনাবাহিনীর জন্য অপেক্ষা করছি। আমাদের ফোর্স সীমিত এবং এই সীমিত ফোর্স দিয়ে এই সংঘর্ষ ও সার্বিক পরিবেশ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সেনাবাহিনীর সহায়তায় আমরা ঘটনাস্থলে যাব।’

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন