জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিকের কুড়িগ্রাম থানায় অভিযোগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ০৬:১৮ পিএম
জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিকের কুড়িগ্রাম থানায় অভিযোগ
সংবাদ প্রকাশের জের ধরে সমকালের কুড়িগ্রাম প্রতিনিধি সুজন মোহন্তকে খুঁজে বেড়াচ্ছেন বিএনপির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকের সমর্থকরা। বুধবার রাতে দফায় দফায় কুড়িগ্রাম প্রেসক্লাবসহ জেলা সদরের বিভিন্ন মোড়ে তারা ওই প্রতিনিধিকে খোঁজেন এবং প্রাণনাশের হুমকি দেন।
এ ব্যাপারে বৃহস্পতিবার কুড়িগ্রাম সদর থানায় অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক সুজন মোহন্ত। সমকালে গত ২ ডিসেম্বর ‘কমিটি বাণিজ্যে তৎপর বিএনপি নেতা খালেক’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
অভিযোগে সুজন মোহন্ত জানান, ওই প্রতিবেদন প্রকাশের জের ধরে বুধবার রাত ৮টা থেকে গভীর রাত পর্যন্ত বিএনপি নেতা আব্দুল খালেকের সমর্থক কুড়িগ্রাম জেলা কৃষক দলের রিপন রহমান ও জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মহুবর রহমানসহ অজ্ঞাত কয়েকজন কুড়িগ্রাম প্রেসক্লাবে, শহরের ঘোষপাড়ায় চক্ষু হাসপাতালের সামনে এবং কলেজ মোড়স্থ কুড়িগ্রাম সাংবাদিক ফোরাম কার্যালয়ে তাকে খোঁজেন এবং অশ্লীল ভাষায় গালিগালাজসহ দেখা পেলে প্রাণনাশের হুমকি দেন। বিষয়টি সেখানে উপস্থিত সাংবাদিকরা নিশ্চিত করেছেন।
ঘটনাটি কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমিনকে অবহিত করলে শহরে পুলিশ টহল জোরদার করেন। বিএনপির ঐ নেতাদের প্রাণনাশের হুমকির কারণে সুজন মোহন্ত কুড়িগ্রাম সদর থানায় অভিযোগ দায়ের করেন।
এই উদ্ভুত পরিস্থিতি সৃষ্টিকারী বিএনপি রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেককে তার মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।
কুড়িগ্রাম সদর থানার ওসি নাজমুল আলম বলেন, সাংবাদিক সুজন মোহন্তের অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।