Logo
Logo
×

সারাদেশ

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো জোড় ইজতেমা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪৬ এএম

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো জোড় ইজতেমা

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো জোড় ইজতেমা

গাজীপুরের টঙ্গী তুরাগতীরে তাবলিগ জামাতের শুরা-ই-নেজামের (জুবায়েরপন্থি) ৫ দিনব্যাপী জোড় ইজতেমার আখেরি মোনাজাত আজ। পাঁচ দিনের জোড় ইজতেমায় অংশ নেওয়া এ পর্যন্ত ৪ জন মুসল্লির মৃত্যু হয়েছে। জোড় ইজতেমার আয়োজক শুরা-ই-নেজাম তাবলিগ জামাত বাংলাদেশের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৯টা ৫ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়। ৯টা ২০ মিনিটে শেষ হয় মোনাজাত। দোয়া পরিচালনা করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। আখেরি মোনাজাতে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান শরিক হন।

আখেরি মোনাজাত পরিচালনা করবেন শুরায়ে নেজামের শীর্ষ মুরুব্বি ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা।

ফজর থেকে হেদায়াতি বয়ান হয়েছে। (যারা আল্লাহপাকের রাস্তায় তাবলিগে বের হবেন তাদের জন্য দিক নির্দেশনা মূলক বক্তব্য) বয়ান করছেন ভারতের (বোম্বে) মাওলানা আব্দুর রহমান। তার বক্তব্য তরজমা করেছেন মাওলানা আব্দুল মতিন সাহেব। নসিহত মূলক বক্তব্য পেশ করেন-ভারতের শীর্ষ স্থানীয় মুরুব্বি মাওলানা ইব্রাহিম দেওলা। তার বক্তব্য তরজমা করেছেন বাংলাদেশের মাওলানা জুবায়ের। নসিহত মূলক বক্তব্যের শেষে আখেরি মোনাজাত হয়।

এদিকে, আখেরি মোনাজাতে দোয়ায় শরিক হওয়ার জন্য আশপাশের এলাকা থেকে মুসল্লিরা সকাল থেকে ময়দানে আসা শুরু করেছে। এই দোয়ার মাধ্যমে শেষ হবে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ে নেজামের ৫ দিনব্যাপী জোড়-ইজতেমার আনুষ্ঠানিকতা। দ্বীনের দাওয়াতি কাজ শেষে ফের বিশ্ব ইজতেমায় সময় তারা ময়দানে সমবেত হবেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন