Logo
Logo
×

সারাদেশ

বাংলাদেশের হাইকমিশনে হামলার প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ১০:৪০ পিএম

বাংলাদেশের হাইকমিশনে হামলার প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ

বাংলাদেশের হাইকমিশনে হামলার প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ

ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম ষোলশহর রেলস্টেশনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

এসময় তারা বলেন, বাংলাদেশকে নিয়ে কোনো দেশ পাঁয়তারা করলে তাদেরকে কঠিন হাতে দমন করা হবে। ভারত, আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতীশীল করার ষড়যন্ত্র করছে। দিল্লির নীলনকশা রুখে দিতে সকলের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা। পরে, ষোলশহর থেকে মিছিল বের হয়ে মুরাদপুরে গিয়ে শেষ হয়।

সিলেটেও বিক্ষোভ মিছিল করেছে বৈষাম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। রাতে মহানগরীর চৌহাট্টা এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিটি পয়েন্ট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশ নেয়। এসময় আগরতলার ঘটনার তীব্র নিন্দা জানায় বিক্ষোভকারীরা।

রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষাম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। রংপুর জেলা ও মহানগর কমিটির উদ্যোগে রাত ৯টায় নগরীর প্রেসক্লাবের সামন থেকে বিক্ষোভ মিছিল বের হয়। প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও প্রেসক্লাবে এসে সমাবেশ করেন তারা।

বগুড়ায় ভারতীয় আগ্রাসনবিরোধী প্রতিবাদ মশাল মিছিল বের করেছে শিক্ষার্থীরা। রাত পৌনে ১০ টার দিকে সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীরা এ মশাল মিছিলটি বের করে। এসময় তারা ভারত বিরোধী বিভিন্ন স্লোগান দেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন