Logo
Logo
×

সারাদেশ

ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে সত্য তুলে ধরুন : স্বরাষ্ট্র উপদেষ্টার

Icon

রংপুর অফিস

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৭ পিএম

ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে সত্য তুলে ধরুন : স্বরাষ্ট্র উপদেষ্টার

ছবি : সংগৃহীত

পার্শ্ববর্তী দেশ ভারতের মিডিয়া বাংলাদেশ নিয়ে ব্যাপক অপপ্রচার ও মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। এসময় ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে সত্য তুলে ধরতে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

সোমবার (২ ডিসেম্বর) সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামে কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়নি। পার্শ্ববর্তী দেশের মিডিয়া আমাদের সম্পর্কে অনেক মিথ্যা প্রচার করছে। একমাত্র আপনারাই এটার বিরুদ্ধে কাউন্টার সত্যটা তুলে ধরতে পারেন। আপনারা সত্য ঘটনা প্রকাশ করে এদের (ভারতীয় মিডিয়া) এই মিথ্যা প্রচার বন্ধ করে দিতে পারেন, এর জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব। আমাদের দেশের সাংবাদিকরা সত্যি ঘটনাটাই বলে এবং আপনারা সত্যি ঘটনা প্রকাশ করেন। তাহলে যারা অপপ্রচার করছে তাদের মুখে চুনকালি পড়বে।

জাহাঙ্গীর আলম বলেন, একটি ঝড় হওয়ার পর ঘরবাড়ি মেরামত করতে সময় লাগে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে আমাদের সময় দিতে হবে। আমাদের কাছে এমন কিছু নেই যে বলব আর হয়ে যাবে। তবে আগের চেয়ে পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। আস্তে আস্তে আরও উন্নতি হবে।

মামলা বাণিজ্য নিয়ে উপদেষ্টা বলেন, যারা নিরীহ ব্যক্তিদের নাম জড়িয়ে মিথ্যা মামলা করেছে। তাদের আইনের আওতায় আনা হবে। সেইসঙ্গে যাদের নামে মিথ্যা মামলা হয়েছে, তাদের যেন শাস্তি ভোগ করতে না হয় সেইসঙ্গে আমরা কাজ করে যাচ্ছি। এ লক্ষ্যে জেলা প্রশাসক, পুলিশ সুপার, আইন কর্মকর্তাদের নিয়ে একটি কমিটি করা হয়েছে। সেই কমিটি দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে সুপারিশ করবে এবং নির্দোষ ব্যক্তিদের মামলা থেকে অব্যহতির জন্য পদক্ষেপ গ্রহণ করবে। 

ইসকন নিয়ে আপাতত সরকারের কোনো পরিকল্পনা নেই উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের উন্নতির জন্য সবাইকে এক যোগে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি যাই হোক না কেন, সবাই এক সঙ্গে কাজ করলে দেশের পরিস্থিতি শান্ত থাকবে। আমি মিডিয়ার কাছে অনুরোধ করছি আপনারা সত্য প্রকাশ করুন। আমাদের ভেতরে কোন দূর্নীতি থাকলে তা প্রকাশ করুন। বর্তমানে স্বচ্ছতার সঙ্গে পুলিশ নিয়োগের কার্যক্রম চলছে। পুলিশে লোক নিয়োগে বাণিজ্য হচ্ছে এমন কোনো খবর প্রকাশ হয়নি। যদি কোথাও এমনটি হয়ে থাকে তবে আপনারা সংবাদ প্রকাশ করবেন। আমরা জানলে দ্রুতই একশন নেব। 

শহীদ আবু সাঈদের মামলা প্রসঙ্গে তিনি বলেন, আবু সাঈদ হত্যা মামলায় এখন পর্যন্ত তিনজন আসামি গ্রেপ্তার হয়েছে। এই মামলার যত তাড়াতাড়ি সম্ভব শুনানি শুরু করা হবে। অন্য আসামিরা যারা ঘুরে বেড়াচ্ছে তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এ মামলায় কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, আবু সাঈদের মত বীরের বীরত্ব বলে শেষ করা যাবে না। আবু সাঈদের নামে ফাউন্ডেশন তৈরি হচ্ছে শুনেছি। আমাদের পক্ষ থেকে যত ধরনের সাহায্য সহযোগিতা করা প্রয়োজন আমরা এ ফাউন্ডেশনকে করব।

এ সময় উপস্থিত ছিলেন বিজিবি প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র‌্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান রুমিসহ প্রশাসন, পুলিশ ও র‌্যাবের কর্মকর্তারা। 

স্বরাষ্ট্র উপদেষ্টা সকালে ঢাকা থেকে হেলিপ্টারযোগে রংপুরের পীরগঞ্জে মেরিন একাডেমিতে আসেন। এরপর তিনি আবু সাঈদের বাড়িতে যান। সেখানে আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় শেষে বাবনপুর শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এরপর তিনি হেলিকপ্টারযোগে রংপুর বিজিবি সদর দপ্তরে আসেন। এরপর দুপুরে তিনি রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে পুলিশ, র‌্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসার, ভিডিপি, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালকের কার্যালয়ে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরে যাবেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন