Logo
Logo
×

সারাদেশ

নিখোঁজের পরদিন প্রতিবেশীর বাড়ি থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ০৫:৩৪ পিএম

নিখোঁজের পরদিন প্রতিবেশীর বাড়ি থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

নিহত মাহাদী হাসান। ছবি : সংগৃহীত

বগুড়ায় নিখোঁজের পরদির প্রতিবেশীর বাড়ি থেকে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ৮টার দিকে শহরের চারমাথা ধমকপাড়া এলাকায় একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

এ ঘটনায় জড়িত সন্দেহে এক নারীকে আটকের পর মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।

নিহত সাড়ে চার বছর বয়সী মাহাদী ইসলাম ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে।

আটক তাহমিনা খাতুন শিবগঞ্জের জানগ্রাম এলাকার গ্রিল মিস্ত্রি আনিস মণ্ডলের স্ত্রী। তারা ধমকপাড়ায় রতনের বাড়িতে ভাড়া থাকতেন। 

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মঈন উদ্দীন এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, বৃহস্পতিবার বেলা ১১টার পর থেকে নিখোঁজ ছিল শিশু মাহাদী ইসলাম। আজ সকালে ওই এলাকার স্থানীয় প্রতিবেশী রতনের বাড়ির ভাড়াটিয়ার বাড়িতে আটক নারীকে এক বস্তার পাশে পায়চারি করতে দেখে সন্দেহ হয়। এ সময় রতন ঘটনাটি এলাকাবাসীকে জানালে আটক ওই নারীর বাড়ি থেকে বস্তাবন্দি মাহাদীর মরদেহ উদ্ধার করা হয়। 

পুলিশের এই কর্মকর্তা বলেন, মরদেহ উদ্ধারের পাশাপাশি একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির ব্যাপারে লেখা আছে। আমাদের ধারণা, মুক্তিপণের জন্য শিশু মাহাদীকে অপহরণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়। কিন্তু চিঠিটি শিশু মাহাদীর পরিবারে কাছে পৌঁছাতে পারেনি।

তিনি বলেন, ওই নারীকে আটকের পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান আছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন