Logo
Logo
×

সারাদেশ

দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি চলছে চট্টগ্রাম আদালতে

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ০২:৩৭ পিএম

দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি চলছে চট্টগ্রাম আদালতে

চট্টগ্রাম আদালত ভবন। ছবি : সংগৃহীত

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম আদালতে কর্মবিরতি চলছে। বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের প্রস্তুতি চলছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. কবির ইসলাম বিজন এ তথ্য জানিয়েছেন।

এর আগে বুধবার সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে প্রতিবাদে আজ দ্বিতীয় দিনের কর্মসূচি ঘোষণা করেছিল জেলা আইনজীবী সমিতি। এ সময় সমিতির পূর্ব নির্ধারিত বিভিন্ন কর্মসূচি স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য লোহাগাড়া উপজেলার বাসিন্দা অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে গত ২৬ নভেম্বর পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করে।

এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সমিতির গৃহীত সিদ্ধান্ত-সমিতির পতাকা অর্ধনমিত রাখা ও কালোব্যাজ ধারণ, চট্টগ্রামের সকল আদালতের কার্যক্রমে কর্মবিরতি, আইনজীবী আলিফের আত্মার মাগফিরাত কামনা করে বৃহস্পতিবার বাদ জোহর কোর্ট হিল মসজিদে দোয়া মাহফিলের আয়োজন, একই দিনের অবকাশকালীন প্রীতি সমাবেশে বাতিল।

এ ছাড়া আগামী ১ ডিসেম্বর আইনজীবী সমিতির দোয়েল ভবনের সামনে থেকে শোক মিছিল বের হবে এবং সমিতির বার্ষিক ইনডোর গেমস স্থগিত থাকবে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো.কবির ইসলাম বিজন বলেন, আজকেও আদালতের সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে ভুক্তভোগীরা চেম্বার সহযোগিতা পাবেন। সকাল থেকে আদালত প্রাঙ্গণে আইনজীবীরা উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যে প্রতিবাদ সমাবেশ শুরু হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন