তীব্র শীতে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ১০:২৬ এএম
ফাইল ছবি
উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, দেখা গেছে ঘন কুয়াশা। গত তিন দিন ধরে এ জেলায় তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকলেও বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৯টার দিকে তেঁতুলিয়ায় তাপমাত্রা ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এর আগে ভোর ৬টার দিকে তাপমাত্রা ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এ দিকে সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে কুয়াশা ভেদ করে সূর্যের কিরণ ছড়ালেও কনকনে শীত অনুভূত হয়। তবে শীত উপেক্ষা করে খেটে খাওয়া মানুষজন ছুটছেন নিজ নিজ কর্মস্থলে।
স্থনীয়রা জানান, ভোর থেকে খুব শীত অনুভূত হচ্ছে। বাইরে কাজ করতে অসুবিধা হচ্ছে। তারপরও জীবন-জীবিকার তাগিদে এতো শীতেও কাজে তো যেতেই হবে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এখন দিন যত যাবে, তাপমাত্রা আরও কমতে থাকবে। গত তিন দিন ধরে তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে ছিল। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।