Logo
Logo
×

সারাদেশ

নেত্রকোনায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৬

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৪১ পিএম

নেত্রকোনায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৬

ছবি: সংগৃহীত

নেত্রকোনার পূর্বধলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের বালুচরা বাজার এলাকায় ঝটিকা মিছিল বের করার ঘটনায় ছাত্রলীগের ১৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গত শনিবার (২৩ নভেম্বর) গভীর রাতে পূর্বধলা থানার উপপরিদর্শক (এসআই) অভি আকন্দ সন্ত্রাসবিরোধী আইনে এ মামলা করেন। এরই মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন সাগর খন্দকার, আশিক হাসান ওরফে আল আমিন, ইয়াহিয়া তালুকদার, আরমান চৌধুরী, মো. মোস্তাকিন এবং দীপ্ত সরকার।  

থানা সূত্রে জানা গেছে, শনিবার সকালে পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসাইনের নেতৃত্বে একটি ঝটিকা মিছিল বের হয়। মিছিল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের নিঃশর্ত মুক্তিসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেওয়া হয়।  

মিছিলের ভিডিও পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ এবং শাহাদত হোসাইনের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে শেয়ার করা হয়।  

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শাহাদত হোসাইনসহ ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করে মামলা করে। মামলায় অভিযোগ করা হয়, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির উদ্দেশ্যে মিছিল করেন।  

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ বলেন, “মামলার আসামিদের বিরুদ্ধে অভিযান চলছে। গ্রেপ্তার ছয়জনকে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।  

প্রসঙ্গত, গত ১৭ আগস্ট থেকে ২৩ নভেম্বর পর্যন্ত নেত্রকোনার ১০টি উপজেলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে ৪১টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে পুলিশ বাদী হয়ে একটি মামলা করে, বাকিগুলো বিএনপির নেতা-কর্মীদের দ্বারা দায়েরকৃত। এসব মামলায় প্রায় ১ হাজার ৮৬২ জনকে চিহ্নিত আসামি এবং আরও ১ হাজার ৮৯৬ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন