Logo
Logo
×

সারাদেশ

কৃষকের দুই গরু চুরি করে চোরের চিঠি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ১১:৪০ পিএম

কৃষকের দুই গরু চুরি করে চোরের চিঠি

কৃষক আলী মোল্লা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক দরিদ্র কৃষকের দুটি গাভি চুরি হয়েছে। জীবিকার একমাত্র অবলম্বন গাভি দুটি চুরি হয়ে যাওয়ায় কৃষক আলী মোল্লা এখন পাগলপ্রায়। খেয়ে না খেয়ে এখন দিন কাটছে তার। গত সোমবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের কুরপালা গ্রামে এই চুরির ঘটনা ঘটে। কৃষক আলী মোল্লা কুরপালা গ্রামের মৃত লাহু মোল্লার ছেলে।

আলী মোল্লা বলেন, ‘সোমবার রাতের খাবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখি, আমার গোয়ালঘরে থাকা গাভি দুটি নেই। ঘরের দরজায় লেখা দেখি ‘‘আমি আপনার গাভি দুটি চুরি করেছি, আমাকে মাফ করে দিয়েন’’। আজ পাঁচ দিন ধরে আমি বিভিন্ন এলাকাসহ হাট বাজারে অনেক খোঁজাখুঁজি করেও গাভি দুটি পেলাম না। তিনি বলেন, ‘এই গাভি দুটি ছিল, আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। এর মধ্যে একটি গাভি অন্তঃসত্ত্বা ছিল। আর কয়েক দিন পরই বাচ্চা দিতো। এগুলো নিয়ে বেঁচে থাকার অনেক স্বপ্ন ছিল আমার। সবকিছু যেন শেষ হয়ে গেলো।’

কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে এলাকার চুরি প্রতিকার নিয়ে কথা বলেছি। বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশদের তৎপরতা বাড়ানোসহ রাতে থানা পুলিশের টহল জোরদার করা হয়েছে। সমাজসেবা অধিদফতরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন অর রশীদ, ‘ক্ষতিগ্রস্ত কৃষককে সমাজ কল্যাণ পরিষদ থেকে আর্থিক সহযোগিতা করবো। আর্থিক সহায়তার সর্বোচ্চ ধাপে তাকে আমরা সহযোগিতা করবো।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন