Logo
Logo
×

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫০

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ১০:৩৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫০

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৫০ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছে। এ সময় কয়েকটি দোকানঘর ও কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

সোমবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদরের প্রতাপগঞ্জ বাজারের মুসা মার্কেটের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন বাদল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুছা হায়দার, বিএনপির কর্মী অরুণ মিয়া, ফুলমিয়া, দানু মিয়া, কেশপদ দাসসহ ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন বুধবার (২০ নভেম্বর) বাঞ্ছারামপুর সরকারি এসএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই সম্মেলন বাতিলের দাবিতে গণমিছিল ও প্রতিবাদ সভা আয়োজন করে বিএনপি ও অঙ্গসংগঠনের একটি অংশ।

সোমবার দুপুর ১২টার দিকে উপজেলা সদরের মাতুরবাড়ির মোড় থেকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য এমএ খালেক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, সাবেক সাধারণ সম্পাদক ম ম ইলিয়াছ, অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া ও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ড. সাইদুজ্জামান কামালের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি প্রতাপগঞ্জ বাজারে উপজেলা বিএনপির সদস্য সচিব একেএম মুসার মালিকানাধীন মার্কেটের সামনে দিয়ে যাওয়ার সময় মিছিলে কয়েকজন ঢিল ছুড়ে মারে।

এ সময় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।  শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। সংঘর্ষে ইটের আঘাতে  ৫০ জনের বেশি নেতাকর্মী আহত হন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এদের মধ্যে গুরুতর ৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আগামী ২০ নভেম্বর বুধবার সকাল ১০টায় বাঞ্ছারামপুর সদরের সরকারি এস এম পাইলট মডেল  উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। এই সম্মেলন বাতিলের দাবি জানিয়ে বিএনপির একটি অংশ গত ৯ নভেম্বর থেকে প্রতিবাদ সভা মিছিল করে আসছে।

উপজেলার রূপসদী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মুসা হায়দার জানান, ‘আমরা মিছিল নিয়ে মুসা মার্কেটের সামনে দিয়ে যাওয়ার সময় ছাদের ওপর থেকে আমাদের ওপর ইট দিয়ে ঢিলাতে থাকে। এ সময় আমাদের প্রচুর নেতাকর্মী আহত হয়। আমি নিজেও আহত হয়েছি। ইচ্ছে করে আমাদের মিছিলের ওপর হামলা করা হয়েছে।’

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা রঞ্জন বর্মন জানান, এখন পর্যন্ত ৫৪ জন চিকিৎসা নিয়েছে, তবে কেউ ভর্তি হয়নি। ঢাকায় গিয়েছে অনেক রোগী।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য এমএ খালেক জানান, আমরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে মুসা মার্কেটের সামনে দিয়ে আসার সময় বিনা উস্কানিতে আমাদের নেতাকর্মীদের ওপর ইট-পাটকেল ছুড়ে মারা হয়। এ সময় ৫০ জনের মতো নেতাকর্মী আহত হয়। এদের মধ্যে কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে কাউন্সিল বাতিলের দাবিতে মিছিল বের করেছিলাম।

বাঞ্ছারামপর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, দুপুরে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছিল। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন