চট্টগ্রামে পতাকা কাণ্ডে ইসকন নেতার নামে মামলা, বিএনপি নেতাকে অব্যাহতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ১২:৪৬ এএম
ছবি: সংগৃহীত
জাতীয় পতাকা অবমাননার অভিযোগে পুন্ডুরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী দাশসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে সমাবেশ করেছে সনাতনী জাগরণ মঞ্চ। শুক্রবার (০১ নভেম্বর) বিকেল ৪টা থেকে নগরীর জামালখানের চেরাগী মোড় এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নগরীর বিভিন্ন এলাকা থেকে নানা বয়সী সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা জানান, তারা এই মামলার বিরুদ্ধে বিক্ষোভ করছেন এবং সরকারের কাছে দাবি করেছেন যাতে মিথ্যা মামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।
সনাতনী ধর্মের নেতারা দাবি করেছেন, এই মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এর মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি বৈষম্য ও নিপীড়ন করা হচ্ছে। দাবি মানা না হলে বৃহত্তর কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে, ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার বাদী মো. ফিরোজ খানকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে বিএনপি। চান্দগাঁও থানার সভাপতি মোহাম্মদ আজম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন ভূঁইয়ার স্বাক্ষরে অব্যাহতির চিঠি পাঠানো হয়েছে। ফিরোজ খান সম্প্রতি চান্দগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন এবং তার বাড়ি নগরীর উত্তর মোহরা এলাকায়।
গত ৩০ অক্টোবর রাতে নগরীর কোতোয়ালী থানায় রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে মামলা করেন ফিরোজ খান, যেখানে ইসকন চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের নাম উল্লেখ করা হয়। চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান এ বিষয়ে জানান যে, ফিরোজ খানের অব্যাহতির পর গিয়াস উদ্দিন ভূঁইয়াকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া, গত ২৫ অক্টোবর সনাতনী জাগরণ মঞ্চের সমাবেশের দিন নগরীর নিউমার্কেট মোড়ে জাতীয় পতাকার ওপর গেরুয়া রঙের পতাকা টাঙানোর ঘটনায় পুলিশ বুধবার রাতে মামলাটি দায়ের করে এবং এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তারের করেছে।