Logo
Logo
×

সারাদেশ

ইউপিডিএফের ডাকে খাগড়াছড়িতে চলছে সকাল-সন্ধ্যা অবরোধ

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ০১:০৪ পিএম

ইউপিডিএফের ডাকে খাগড়াছড়িতে চলছে সকাল-সন্ধ্যা অবরোধ

খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের একটি চিত্র। ছবি : সংগৃহীত

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তিবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ডাকা সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ সড়ক অবরোধ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে তিন ইউপিডিএফ কর্মীকে হত্যার প্রতিবাদে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ এ অবরোধের ডাক দেয়।

অবরোধের কারণে জেলা শহরের সঙ্গে দূরপাল্লার সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে বন্ধ রয়েছে জেলার অভ্যন্তরীণ সড়কের যান চলাচল।

সরেজমিনে দেখা যায়, বিভিন্ন স্থানে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে পিকেটিং করছে অবরোধ সমর্থকরা। তবে জেলা শহর ও বিভিন্ন উপজেলা শহরে সীমিত পরিসরে ইজিবাইক ও মোটরসাইকেলসহ ছোট যানবাহন চলাচল করতে দেখা গেছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছেড়ে আসা নৈশ কোচগুলো ভোরে শহরে প্রবেশ করেছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সহকারী পুলিশ সুপার আবু জাফর মোহাম্মদ সালেহ বলেন, সড়ক অবরোধ চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে খাগড়াছড়ি জেলা সদর ছাড়াও বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, বুধবার (৩০ অক্টোবর) ভোরে পানছড়ির পানছড়ির লতিবান ইউনিয়নের শান্তি রঞ্জন পাড়ায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ কর্মী সিজন চাকমা, শাসন ত্রিপুরা ও জয়েন চাকমা নিহত হয়। তিন সদস্যের হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়কপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন