Logo
Logo
×

সারাদেশ

মেলায় অশ্লীল নৃত্য প্রদর্শন, ১০ জন মূল আয়োজককে ১৫ দিন করে কারাদণ্ড

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ০৫:০৬ পিএম

মেলায় অশ্লীল নৃত্য প্রদর্শন, ১০ জন মূল আয়োজককে ১৫ দিন করে কারাদণ্ড

মেলায় অশ্লীল নৃত্য প্রদর্শন, ১০ জন মূল আয়োজককে ১৫ দিন করে কারাদণ্ড

সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী সোনামুখী মেলায় যাদু প্রদর্শনীর আড়ালে অশ্লীল নৃত্য প্রদর্শন করায় যাদুকরসহ ১০ জন মূল আয়োজককে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাতে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাবরিন আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কাজীপুর উপজেলার সোনামুখী কাঠের আসবাবপত্রের মেলায় সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে সেনাবাহিনী ও এনএসআই সদস্যরা যৌথ অভিযান চালিয়ে দেড় শতাধিক অশ্লীল নৃত্য শিল্পী, যাদু প্রদর্শনীর প্যান্ডেল পরিচালনা কমিটির সদস্য ও দর্শকদের ওই স্থানেই হেফাজতে নেন। পরে তাদের মধ্যে মধ্যে থেকে ভ্রাম্যমাণ আদালতে একজন যাদুকরসহ মূল আয়োজকদের মধ্যে ১০ জনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। বাকিদের এ ধরণের কাজ আর না করার শর্তে ছেড়ে দেওয়া হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দুর্গাপূজা উপলক্ষ্যে সোনামুখীতে প্রায় ৩০০ বছর ধরে হয়ে আসা ঐতিহ্যবাহী কাঠের আসবাবপত্রের মেলা বসে। এই মেলা মাসব্যাপী স্থায়ী হয়। এ বছরও যথারীতি মেলাটি শুরু হয়। কিন্তু গত এক সপ্তাহ ধরে বাইরে যাদু প্রদর্শনীর সাইনবোর্ড ঝুলিয়ে টিকিট বিক্রির করে ভেতরে অশ্লীল নৃত্য প্রদর্শন করা হচ্ছিল। এলাকার কিছু স্থানীয় অসাধু ব্যক্তির সহযোগিতায় মেলায় ৪টি প্যান্ডেল স্থাপন করে অশ্লীলতা চালানো হয়। বিষয়টি জানতে পেরে এনএসআই ও সেনাবাহিনীর সদস্যরা রাতে সেখানে যৌথ অভিযান চালায়। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন