Logo
Logo
×

সারাদেশ

তিন ঘণ্টার চেষ্টায় বরিশাল মেডিকেলের আগুন নিয়ন্ত্রণে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ০৪:০১ পিএম

তিন ঘণ্টার চেষ্টায় বরিশাল মেডিকেলের আগুন নিয়ন্ত্রণে

তিন ঘণ্টার চেষ্টায় বরিশাল মেডিকেলের আগুন নিয়ন্ত্রণে

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন ভবনে অগ্নিকাণ্ডর ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের তিন ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে, তাৎক্ষণিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানায়নি ফায়ার সার্ভিস।

রোববার (১৩ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে কীভাবে আগুন লেগেছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।

রোববার (১৩ অক্টোবর) সকাল ৮টার দিকে হাসপাতালের ব‌র্ধিত নতুন মে‌ডি‌সিন ভবনের নিচতলায় এ আগুনের সূত্রপাত হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চারতলায় মেডিসিন বিভাগের ভবনটি। এর নিচতলায় স্টোর। সেখানেই সকাল আটটার দিকে আগুনের সূত্রপাত ঘটে।

এসময় তীব্র ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ। ছড়িয়ে পড়ে আতঙ্ক। এসময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন রোগী।

খবর পেয়ে, প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায়। ৩ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন