Logo
Logo
×

সারাদেশ

পূজামণ্ডপে ইসলামি গান পরিবেশনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৪, ১২:২৬ পিএম

পূজামণ্ডপে ইসলামি গান পরিবেশনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

চট্টগ্রাম কালচারাল একাডেমির ছয় সদস্য গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরে একটি পূজামণ্ডপের মঞ্চে গান পরিবেশন করেন। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে পূজামণ্ডপে ইসলামি গান পরিবেশনের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। ইতোমধ্যে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। 

শুক্রবার (১১ অক্টোবর) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপকমিশনার মো. লিয়াকত আলী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার রাতে নগরীর জে এম সেন হল পূজামণ্ডপে সংগীত পরিবেশনের ঘটনা ঘটে।

গ্রেপ্তার দুইজন হলেন— নুর ইসলাম ও শাহেদ করিম।

আজ সকাল সাড়ে ১১টায় বিষয়টি নিয়ে পুলিশের সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) কাজী তারেক আজিজ বলেন, ‘পূজামণ্ডপের অনুষ্ঠান মঞ্চে ইসলামি সংগীত পরিবেশনের ঘটনায় থানায় মামলা হয়েছে। সেই সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আজ বেলা সাড়ে ১১টায় নগরের দামপাড়া পুলিশ লাইনসে নগর পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।’

এর আগে বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় নগরের আন্দরকিল্লার জেএম সেন হলে দেশাত্মবোধক সংগীতের কথা বলে চট্টগ্রাম কালচারাল একাডেমির সদস্যদের ইসলামি গান পরিবেশন করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এরপর থেকে বিষয়টি নিয়ে সমালোচনা চলছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ, সেনাবাহিনীসহ প্রশাসনের অনেকে। বিষয়টি নিয়ে সঙ্গে সঙ্গেই মতবিনিময় করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সবাইকে শান্ত থাকার অনুরোধ জানানো হয়। ঘটনায় জড়িতদের গ্রেফতারের আশ্বাস দেন তিনি।

পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সজল দত্তের আমন্ত্রণে সংগঠনটি ওই পূজামণ্ডপে গান করতে যায়। তবে গান গাওয়ার পরে সনাতন ধর্মের মানুষদের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তারা ওই সংগঠনটিকে জামায়াতে ইসলামীর সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করেছেন। যদিও জামায়াত ও ছাত্রশিবির জানিয়েছে, তারা এই গান করার বিষয়ে কিছুই জানে না, গানের দলটিও তাদের কোনও অঙ্গ-সংগঠন নয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন