অনুপ্রবেশকালে নারী ও শিশুসহ ৩৭ রোহিঙ্গা আটক
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ১২:০৭ পিএম
আটক রোহিঙ্গা সদস্যরা। ছবি : সংগৃহীত
কক্সবাজারের টেকনাফে সাগরপথে অবৈধভাবে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ৩৭ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। আটক রোহিঙ্গাদের মধ্যে ২১শিশু, ১২ নারী ও ৪ জন পুরুষ। তারা সবাই মিয়ানমার মংডু শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা।
বুধবার (৯ অক্টোবর) টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার রাত ১১টার দিকে টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন বাহারছড়া ইউনিয়নের জাহাজপুড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন, দালাল চক্রের সদস্যরা টাকার বিনিময়ে মিয়ানমার থেকে রোহিঙ্গাদের নিয়ে আসে। পরে তাদের বাংলাদেশ অংশের সাগর তীরে নামিয়ে দেয়। এরমধ্যে বেশির ভাগই শিশু। প্রাথমিকভাবে তাদের খাবার দেওয়া হয়েছে।
ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, মঙ্গলবার রাতে জাহাজপুরা সৈকত পয়েন্ট দিয়ে নৌকাযোগে একদল রোহিঙ্গা অনুপ্রবেশ করে। এ সময় স্থানীয়রা দেখতে পেয়ে তাদের ধরে ফেলে। পুলিশ রোহিঙ্গাদের উদ্ধার করেছে। উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানিয়েছে তারা মিয়ানমার থেকে টাকার বিনিময়ে দালালের মাধ্যমে সাগরপথে এসেছেন।
তিনি আরও বলেন, বর্তমানে তারা বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রে রয়েছেন। নির্বাহী প্রশাসনের সংশ্লিষ্টদের নির্দেশনা মোতাবেক এসব রোহিঙ্গাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।