Logo
Logo
×

সারাদেশ

নোংরা পরিবেশে তৈরি হচ্ছিলো রাফসানের 'ব্লু' ড্রিংকস

Icon

অনলাইন

প্রকাশ: ২০ মে ২০২৪, ০১:২৭ পিএম

নোংরা পরিবেশে তৈরি হচ্ছিলো রাফসানের 'ব্লু' ড্রিংকস

কুমিল্লা নগরীর বিসিকে অবস্থিত দেশের জনপ্রিয় ইউটিউবার রাফসান দ্য ছোটভাই খ্যাত ইফতেখার রাফসানের ব্লু ড্রিংকস একটি অননুমোদিত কারখানায় নোংরা ও স্যাত স্যাতে পরিবেশে তৈরি হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত। এসময় ঘটনার সত্যতা পেয়ে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। 

গত ২৪ এপ্রিল মেসার্স ব্লু ড্রিংকসে অভিযান পরিচালনা করা হলেও খবরটি প্রকাশ্যে আসে  শুক্রবার (১৭ মে)।

বিএসটিআই কুমিল্লার উপ-পরিচালক কে এম হানিফ বলেন, নিবন্ধন সনদ না থাকা এবং নোংরা পরিবেশে পণ্য উৎপাদন করে বাজারজাত করছিল ব্লু ড্রিংকস নামের একটি প্রতিষ্ঠান। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা নাসরিন ও বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রসঙ্গত, গত বছরের ৭ ডিসেম্বর ব্লু নামে ইলেক্ট্রোলাইটস ড্রিংক বাজারজাত করার ঘোষণা দেন আলোচিত ইউটিউবার ইফতেখার রাফসান। যিনি রাফসান দ্য ছোট ভাই হিসেবে পরিচিত। তখন লিচু ও তরমুজের ফ্লেভার নিয়ে দুই ক্যাটাগরিতে তারা দেশের বিভিন্ন পয়েন্টে পণ্য বাজারজাত শুরু করে। সম্প্রতি ‘ব্লু’ লেবুর ফ্লেভার বাজারজাত করছে প্রতিষ্ঠানটি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন